ভারতের ব্যাঙ্গালুরুতে কোরামাঙ্গালাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। রাতের খাবার খাওয়ার কথা বলে চার যুবক তাকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে যান।পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূ একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করেন এবং বিভিন্ন ইভেন্টে খাবার সরবরাহ করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি গণধর্ষণের শিকার হন।
পুলিশের কাছে করা অভিযোগে এই গৃহবধূ লিখেছেন, “আমি জয়তি নিবাস কলেজ জংশনে অপেক্ষা করছিলাম। তখন আনুমানিক ২০ বছর বয়সী চার যুবক আমার কাছে আসে এবং কথা বলা শুরু করে। তারা আমার সাথে বন্ধুত্ব করার পর, আমাকে একটি হোটেলে রাতের খাবার খাবারের আমন্ত্রণ জানায়।”
তিনি অভিযোগে আরও লিখেছেন, “খাবার খাওয়া শেষে, তারা আমাকে যৌন হেনস্তা করা শুরু করে। এরপর ওই হোটেলের প্রাঙ্গনে গণধর্ষণ করে এবং কাউকে এ ঘটনা না জানাতে হুমকি প্রদান করে। ধর্ষণ শেষে শুক্রবার সকাল ৬টার দিকে আমাকে ছেড়ে দেয়।”
তবে তিনি বাড়িতে এসে স্বামীকে সব তথ্য জানিয়ে দেন। তখন স্ত্রীকে নিয়ে থানায় যান ওই স্বামী। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়েন্ট কমিশনার (ইস্ট) রামেশ বানোথ বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, অভিযুক্ত সবাই হোটেলে কাজ করে এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে। এখন তাদের ধরতে অভিযান চালানো হবে।
সূত্র: এনডিটিভি