নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এদেশের মানুষ ভারত বিরোধী নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা অচিরেই দূর হবে।
সোমবার বরিশাল মেরিন একাডেমিতে এক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, কে ক্ষমতায় থাকল না থাকল সেটা বড় কথা নয়।
ইসকন প্রসঙ্গে তিনি বলেন, যাকে নিয়ে ঘটনার সৃষ্টি তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন জানিয়ে দিয়েছে। আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।
দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ নিয়ে প্রশ্নে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে। অনেক সময় সিঙ্গাপুরসহ অন্য দেশেও এটা হয়। এ নিয়ে দুবাই সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এটির সমাধান হবে।
এছাড়া উপদেষ্টা সাখাওয়াত বরিশাল নগরীতে নদী-খালে তার হারানো শৈশবের স্মৃতিচারণ করেন এবং খালগুলো ড্রেনে রূপান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন। খালের কচুরিপানা পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেন।