মোনালিসা ভোঁসলে। কদিন আগেও পেট চালাতে কুম্ভ মেলার মাঠে পাথরের মালা বিক্রি করছিলেন। তিনই নাকি এবার রূপালি পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার সরাসরি আল্লু অর্জুনের ছবিতে।
মোনালিসা নামের মধ্যেই রয়েছে সুন্দরের টান। তাই সৌন্দর্যপিয়াসীর ঠিক নজরে পড়ে গেল মেলার মাঠে পাথরের মালা বিক্রেতা ওই তরুণীকে। ভারতে এখন তিনি ভাইরালকন্যা হিসেবে পরিচিতি পেয়েছেন। এমনকী রাতারাতি তারকা বনে গেছেন তিনি। তবে খ্যাতির বিড়ম্বনায় ঝামেলাতেও পড়েন মোনালিসা। জনতার সেলফির আবদারে জেরবার তরুণীর ব্যবসা লাটে ওঠে! এর মধ্যেই অবশ্য ভালো খবরও সামনে আসছে।
শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’ সিনেমায় তাকেই নাকি বিশেষ একটি চরিত্রে পেতে চান। সত্যিই যদি এমনটা হয় তবে বলা বাহল্য তার ভাগ্যের চাকা ঘুরে গেল!
ভাইরাল হওয়ার পর মোনালিসা বলেন, ‘লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়োচ্ছে। এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল।’
ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়ে তুলেছেন। সেই ভিডিও মোনালিসা ভোঁসলে নামের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে আল্লুর অর্জুনের সিনেমায় অভিনয় করতে পারুক বা না পারুক সোশাল মিডিয়ায় আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা। সূত্র: সংবাদ প্রতিদিন ও টিভি নাইন বাংলা।