সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভাইরাল ছবিকে কেন্দ্র করে আলোচনার মুখে পড়েন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। অনেকেই দাবি করছিলেন, ছবিগুলোর মডেল সাদিয়া। তবে অবশেষে তিনি নিজেই জানিয়েছেন, এসব ছবি সম্পূর্ণ ভুয়া এবং তার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
সাদিয়া আয়মান বলেন, “ছবিগুলো দেখে আমিও অবাক হয়েছি। আমার নামে এসব ভুয়া কনটেন্ট ছড়ানো খুবই দুঃখজনক। আমি সবার কাছে অনুরোধ করব যাচাই ছাড়া কিছু বিশ্বাস করবেন না।”
তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এবং ইতোমধ্যে সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় তার পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন, একজন শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার জন্য যে কেউ ফটোশপ বা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, যা আমাদের সবার জন্য সতর্ক হওয়ার ইঙ্গিত।