অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) কার্যক্রম দ্রুত করতে এবং সহজে তথ্য-উপাত্ত সংকলন ও সংরক্ষণে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে নতুন ওবিইউ কোড দেবে নিয়ন্ত্রণ সংস্থা।
সোমবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর নির্দেশনাটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) কার্যক্রম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সঠিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও সংরক্ষণের প্রয়োজনে প্রতিটি ওবিইউর জন্য একটি করে ওবিইউ কোড বরাদ্দের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছে। অফশোর ব্যাংকিং ইউনিটের তথ্য-উপাত্তের রিপোর্টিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন একটি নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নতুন অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম চালু হওয়ার সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ওবিইউ কোডের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগে আবেদন করতে হবে। কোনো ওবিইউর কার্যক্রম বন্ধ হলে সাত কর্মদিবসের মধ্যে কোড বাতিলের জন্য পরিসংখ্যান বিভাগকে অবহিত করতে হবে।
পূর্বের বরাদ্দকৃত ওবিইউ কোডসমূহ (এফইপিডি কর্তৃক বরাদ্দকৃতসহ) বলবৎ থাকবে। অফশোর ব্যাংকিং ইউনিটের অনুমোদন নেওয়ার পর তথ্য-উপাত্ত দাখিলের জন্য ওবিইউ কোড শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ কর্তৃক বরাদ্দ করা হবে।
পিএসএন/এমঅাই