ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করছে সে সম্পর্কে ডিপসিককে প্রশ্ন করবে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার সংস্থাটির একজন কর্মকর্তা বলেছেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হয় সে বিষয়ে ডিপসিকের কাছে জানতে চাওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার ‘পার্সোনাল ইনফরমেশন প্রটেকশন কমিশন’ বা পিএনপিএস।
এজন্য দেশটির কমিশন শিগগিরই চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের অপারেটরদের কাছে তথ্য চেয়ে লিখিত অনুরোধ পাঠাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ড এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষও ডিপসিকের ব্যক্তিগত ডেটা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে ডিপসিক এআই যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কি না খতিয়ে দেখার কথা বলেছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, চীনে তৈরি এআই অ্যাপ ডিপসিক নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে, গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছে ডিপসিক-এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
রয়টার্স লিখেছে, ওপেনএআই ও অ্যালফাবেটের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের সঙ্গেও প্রতিযোগিতা করবে এটি।