চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকালে ভোট শুরুর আগে ও পরে অহল্লা করলডাঙা ইউপির তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হামিদুল হকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীদের মাইক্রোবাসসহ আটটি গাড়ি ভাঙচুর করা হয়।
আহতরা হলেন— করলডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন ও চেয়ারম্যান প্রার্থী মহরম আলী।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দক্ষিণ করলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট শুরুর আগে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুজন আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়।
পরে সংঘর্ষ থেমে গেলে ভোট শুরু হয়। তবে ভোট শুরুর পর ওই কেন্দ্রে ফের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া করলডাঙা কালন্দর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দফায় দফায় ফের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, ভোটগ্রহণ শুরুর আগে ও পরে ধাওয়া-পাল্টাধাওয়ায় দুজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পিএসএন/এমঅাই