হাসপাতাল থেকে সদ্য বাসায় ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বাসায় এসেছেন তার দুই নাতনি।
রোববার (২৬ জুন) দুপুরে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাইফা রহমান বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরাফাত রহমান কোকোর দুই মেয়ে বেলা পৌনে তিনটায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন।
তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সূত্র জানায়, কোকোর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় বসবাস করে এলেও সম্প্রতি তারা যুক্তরাজ্যে অবস্থান করেন। সেখান থেকেই তারা দেশে ফিরেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে শুক্রবার (২৪ জুন) বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও ওমিক্রন সংক্রমণ এড়াতে সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, বাসায় প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখা হবে। জটিলতা দেখা দিলে হাসপাতালে আনা হবে।
পি এস/এন আই