কয়েক বছরের মধ্যে মানুষের চাকরিতে ভাগ বসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি এই আশঙ্কাতেই ঘুম উড়েছে অনেকের। বিজ্ঞানী ও গবেষকদের মুখে শোনা যাচ্ছে সাবধানবাণী। এআই নিয়ে যখন সবাই চিন্তিত ঠিক তখনই এই প্রযুক্তিকেই চাকরিপ্রার্থীদের কল্যাণে লাগানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফট মালিকানাধীন প্ল্যাটফর্ম লিংকডইন।
চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত তার সন্ধান দেবে এই প্রযুক্তি। সম্প্রতি এরকমই একটি ফিচারের উপর কাজ করছে প্ল্যাটফর্মটি।
প্ল্যাটফর্মের এই ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা নিয়োগকর্তাকে পাঠাতে পারবে তারা এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এই বিবরণ হবে সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট। যাতে নিয়োগ সংস্থার কাছে প্রার্থীর ভালো পরিচয় তৈরি হয়।
এই ফিচার ইতিমধ্যে লিংকডইনের প্রিমিয়াম ইউজারদের জন্য উপলব্ধ।
প্রতিষ্ঠানটির হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট জানান, একটি জেনারেটিভ এআইকে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং আগ্রহের কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি আমরা যা কথপোকথন শুরু করতে সাহায্য করবে।
চাকরিপ্রার্থীরা এই অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করতে পারবে। পাশাপাশি এআই দ্বারা তৈরি হওয়া ড্রাফট সঠিক তা রিভিউও করতে পারবে। যদি তারা মনে করে এটি তাদের ব্যক্তিত্বকে প্রতিফলন করছে তাহলে সেটি ফরওয়ার্ড করতে পারেন।
ইতিমধ্যে এই ফিচার কাজে লাগিয়ে ইউজারদের প্রোফাইলে উপস্থিত হেডলাইন এবং অ্যাবাউট সেকশন আরও আকর্ষক করে তোলা হচ্ছে। এই ফিচারের উপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বাজার তোলপাড় করেছে চ্যাটজিপিটির মতো এআই টুল। বর্তমানে বহু তথ্য প্রযুক্তিও সংস্থাও এই ক্ষেত্রে ক্রমশ অগ্রসর হতে শুরু করেছে যার মুখ্য উদাহরণ মাইক্রোসফট এবং গুগল।
চ্যাটজিপিটির পেরেন্ট সংস্থা ওপেনএআই-তেও ইতিপূর্বে বিনিয়োগ করেছে বিল গেটসের সংস্থা। পিছিয়ে নেই সার্চ ইঞ্জিন গুগল। এআই নিয়ে নিজেদের পরিষেবা গুছিয়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে গুগল। চাত্জিপিটি-কে টেক্কা দিতে এআই টুল বার্ড আনার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠান।