নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন আজমাতউল্লাহ ওমারজাই। অল্পের জন্য পাননি সেই স্বাদ। এক ওভার পর ফের জোড়া শিকার ধরলেন আফগানিস্তান পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে যখন কাঁপছে জিম্বাবুয়ে, তাদের জন্য স্বস্তি হয়েই যেন হানা দিল বৃষ্টি। শেষ পর্যন্ত ভেসেই গেল দুই দলের লড়াই।
হারারেতে মঙ্গলবার বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়ে যায় প্রথম ওয়ানডে। প্রকৃতির বাগড়ায় ২৮ ওভারে নেমে আসা ম্যাচে ৯.২ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৪৪ রান করে আফগানিস্তান। এরপর আর খেলা সম্ভব হয়নি।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচেই ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে ১৮ রানে ৪ উইকেট নেন ওমারজাই। ওয়ানডেতে আগে একবারই চার উইকেট নিয়েছিলেন তিনি, শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ৩৭ রানে। এবার প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার জোর সম্ভাবনা ছিল তার। কিন্তু বৃষ্টির কারণে হারালেন সেই সুযোগ।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় অপেক্ষার পর ওভার কমিয়ে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন ওমারজাই। ম্যাচের চতুর্থ ওভারে পরপর দুই বলে টাডিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তিনি। তার হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেওয়া ডিওন মায়ার্সকে বিদায় করেন আল্লাহ মোহাম্মদ গাজানফার।
জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতেখড়ি ইংল্যান্ডে হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে জিম্বাবুয়েকে বেছে নেন বেন কারান। দেশটির হয়ে অভিষেক রাঙাতে পারেননি দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই। ১ চারে ১৫ রান করে বেন ফেরেন ওমারজাইয়ের বলে কট বিহাইন্ড হয়ে।
দুই বল পর ওমারজাই শূন্য রানে বিদায় করেন অভিজ্ঞ শন উইলিয়ামসকে। দশম ওভার করতে এসে দুই বল করতে পারেন ওমারজাই। এরপর বৃষ্টিতে আর খেলা হয়নি। এক ঘণ্টার কাছাকাছি অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।