‘বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলা উচিত। দুনিয়া কী ভাবছে, তাতে কিছু যায় আসে না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এমন কথাই লিখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেখানে তাঁর এমন মন্তব্যে নেটিজেন অনেকেই অবাক।
স্বামী রাঘব চাড্ডাকে উদ্দেশ করে পরিণীতির এমন বিস্ফোরক মন্তব্য কিনা–শুরুতে সে প্রশ্নও উঠে এসেছিল অনেকের মনে। তবে অভিনেত্রী শেয়ার করা ভিডিওতে যে বক্তব্য তুলে ধরছেন, সেটি যে তাঁর জীবন দর্শন– এ কথা বুঝতে অনেকেরই একটু সময় লেগেছে।
যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে পরিণীতির কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা নিয়ে তিনি সোজাসাপ্টা কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমার জীবনের ভাবধারাই হঠাৎ বদলে গেছে। চলতি মাসে একটি বিরতি নিয়েছিলাম। সেই বিরতি নেওয়ার সুবাদেই অনুধাবন করেছি, জীবনে নিজের চিন্তাধারাটাই আসল। তাই অন্যদের বলতে চাই, গুরুত্বহীন জিনিস বা মানুষকে গুরুত্ব দেবেন না। জীবন একটা ঘড়ি। তাই এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে বাঁচুন। নিজের মতো কাউকে খুঁজে নিতে আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে কখনও ভয় পাবেন না। এ নিয়ে দুনিয়া কী ভাববে, তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। জীবন সীমাবদ্ধ। আজ আছে, কাল নেই। তাই যেভাবে বাঁচতে চান, সেভাবেই বাঁচতে হবে।’
এমন পোস্টের পর অনুরাগীদের মতামতে ভরে উঠছে পরিণীতির কমেন্ট বক্স। যাদের বেশির ভাগই এ অভিনেত্রীকে সাধুবাদ জানিয়েছেন, তাঁর জীবন দর্শন তুলে ধরে সবাইকে বেঁচে থাকার সঠিক অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ দর্শন তুলে ধরা ছাড়াও পরিণীতি ব্যস্ত সময় পার করছেন অভিনয় নিয়ে।