নির্জনতা অনেকেরই পছন্দের। কিন্তু ‘বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ’ হিসেবে দাবি করা বাড়িটিতে কি থাকতে চাইবেন কেউ? এমন বিশেষ তকমাধারী বাড়ি হিসেবে এর দাম কিন্তু কমই—তিন লাখ ৩৯ হাজার ডলার। টাকায় তিন কোটিরও কম!
অনেকের কাছেই ‘স্বপ্নের ঘর’ মনে হওয়া এ বাড়িটির অবস্থান যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলের কাছে একটি দ্বীপে। জায়গাটি একাডিয়া ন্যাশনাল পার্ক ও কানাডীয় সীমান্তের মাঝখানে।
বাড়িটি আক্ষরিক অর্থেই বিচ্ছিন্ন। তবে সাগরের দুর্দান্ত দৃশ্য দেখা যায় সেখান থেকে।
২০০৯ সালে দেড় একর জমিতে নির্মিত হয়েছিল বাড়িটি। এতে আছে একটি শোবার ঘর ও একটি ছোট রান্নাঘর। যিনি বাড়িটিতে থাকবেন, তাঁকে কখনোই গাড়ির শব্দ বা অতিরিক্ত নাক গলানো প্রতিবেশীর বকবকানি নিয়ে চিন্তা করতে হবে না। তবে দ্বীপটিতে গিজগিজ করে সামুদ্রিক প্রাণী সিল। ভেতরের মাত্র ৫৪০ বর্গফুট জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাথরুমটি রাখা হয়েছে বাইরে।
‘দ্বীপের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বড় পাথরে বসে থাকে সিলের দল, যা নিরন্তর বিনোদনের উৎস। আর দ্বীপটিতে আদৌ কোনো গাছ না থাকায় এমন প্রাকৃতিক দৃশ্যটি হবে খুবই ব্যতিক্রমধর্মী,’ বলছে সম্পত্তিটি বিক্রির জন্য তোলা কম্পানির বিজ্ঞাপন।
বিজ্ঞাপনের প্রলোভনে আরো বলা হয়েছে, ‘কেন কোনো দ্বীপে যাওয়া আর একা থাকার মধ্যে একটিকে বেছে নেবেন, যখন একসঙ্গে দুটিই পাচ্ছেন আপনি?’
সূত্র : এনডিটিভি
পিএসএন/এমঅাই