প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। তবে এই সময়ে কমেছে সংক্রমণের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮৮ জনের প্রাণ কেড়েছে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাও ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশও। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালালেও এখন ভাইরাসটির প্রকোপ কিছুটা কমে এসেছে।