মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় দুর্দান্ত জয় তুলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড গড়েছেন জ্যোতি-রিতু মনিরা। আইরিশদের থেকে ম্যাচ কেড়ে নেন ম্যাচসেরা রিতু। সেই সুখস্মৃতি নিয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে টিম টাইগ্রেস। প্রতিপক্ষ স্কটিশদের হারালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নারী বিশ্বকাপের টিকিট।
তবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। দুই জয়ে ৪ পয়েন্টে এবং নেট রানরেটে টেবিল টপার বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান এবং তিনে আছে স্কটল্যান্ডের মেয়েরা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা স্কটিশরা দুই জয় পেয়েছে। জ্যোতি-রিতুদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইটা কঠিন করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেই দলটির বিপক্ষে সিরিজ হেরে বিশ্বকাপের মূল মঞ্চে সরাসরি ওঠা হয়নি বাংলাদেশের। তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় এবার বাছাইপর্বেই সেই উইন্ডিজকেই পেয়ে গেছে টাইগ্রেসরা। তবে হাওয়া বদলের বড় কাজটা করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর, পাকিস্তানের মেয়েদের কাছেও পরাজিত হয়েছে ক্যারিবিয়ানরা।
তাতে বিশ্বকাপের পথটা অনেকটাই পরিষ্কার হয়েছে টাইগ্রেসদের। আজ স্কটিসদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে জ্যোতির দল। তখন বাকি দুই ম্যাচে একটিতে জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের।
স্কটল্যান্ডের কাছে হারলে — দুই ম্যাচেই জিততে হবে, সঙ্গে স্কটল্যান্ডের হার কামনা করতে হবে।
তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান যেকোনো এক দলকে হারালেই আর কোনো সমীকরণেরই দরকার পড়বে না।