২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের নেতৃত্ব দেওয়া ইংলিশ ক্রিকেটার ইয়ং মরগ্যানের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। ব্যাট হাতে দীর্ঘ দিন ধরে নেই ফর্মে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের দায়ভার সব ঠিক থাকলে তার কাঁধেই থাকছে। কিন্তু ইংলিশ একটি জনপ্রিয় গণমাধ্যমের দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যান।
সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সিরিজে ব্যাট হাতে রানের খাতায় খুলতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। দুই ম্যাচের একটিতেও রানের দেখা পাননি, দুইবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি। রঙিন পোশাকের দুই ফরম্যাটে সর্বশেষ ২৮টি ম্যাচে মাত্র দুইটি অর্ধশতকের দেখা পেয়েছেন মরগ্যান।
ইংলিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সংবাদটি প্রকাশ করেছে। তারা জানিয়েছে মরগ্যান ফিটনেস সমস্যা নিয়ে ভুগছে অনেক। মূলত ফিটনেস সমস্যা ও দীর্ঘদিন অফ ফর্মে থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ইংল্যান্ডের হয়ে ২২৫টি ওয়ানডে খেলা এই বাঁহাতি ব্যাটার।
ইংলিশ দলে মরগ্যানের নেতৃত্বের স্থলাভিষিক্ত হতে পারেন জস বাটলার। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনজুরির জন্য খেলেন নি মরগ্যান। ইংল্যান্ড ক্রিকেটের তরফ থেকে ইনজুরির কথা বলা হলেও এই ম্যাচে তার না খেলা নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা।
ইয়ং মরগ্যান ইংলিশদের অধিনায়কত্বের দায়িত্ব আলিস্টার কুক থেকে পেয়েছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কয়েক দিন আগে। কিন্তু অস্ট্রেলিয়াতে সেই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তার পরও মরগ্যানের উপর আস্থা হারায় নি ইংলিশ ক্রিকেট বোর্ড। সেই আস্থার প্রতিদান ২০১৯ সালের বিশ্বকাপ শিরোপা জিতেই দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
গার্ডিয়ানের এমন সংবাদে রীতিমত ঝড় উঠেছে মরগ্যান সমর্থকদের মাঝে। আসন্ন ভারত সিরিজেই স্পষ্ট হবে বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর সামনের দিকে নিয়ে যাবেন কিনা।
পি এস/এন আই