‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’ প্রবাদটির বিপরীত ধারণা নিয়ে একটি গান তৈরি করেছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’। ‘ইয়েট টু কাম (দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট)’ শিরোনামের এই গানটি তাদের ১৯তম অ্যালবাম ‘প্রুফে’র টাইটেল ট্র্যাক।
শুক্রবার (১০ জুন) গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিন মুক্তি পাওয়া মাত্রই সে গানের স্বাদ আস্বাদন করতে হুমড়ি খেয়ে পড়েন ব্যান্ডটির অনুরাগীরা। ফলে ঝড় ওঠে ইউটিউবে। গানটির ভিউ বাড়তে থাকে মিলিয়নের পর মিলিয়ন।
ফলস্বরূপ প্রথম দুই দিনে ৬৫ মিলিয়নের ঘরে পা রাখে ‘ইয়েট টু কাম’ গানের দর্শক সংখ্যা। এই ধারা অব্যহত রয়েছে এখনও। প্রকাশের চার দিনে গানটির ভিউ হয়েছে ৮০ মিলিয়ন।
বিটিএসের প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিগ হিট মিউজিকে গানটি প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে গত নয় মাসে নতুন কোনো গান প্রকাশ করল ব্যান্ডটি। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টের এক বিবৃতিতে বলা হয়, ‘বিটিএসের অ্যান্থলজি অ্যালবাম প্রুফ ব্যান্ডটির ৯ বছরের যাত্রাকে তুলে ধরেছে’।
‘ইয়েট টু কামে’র মিউজিক ভিডিওতে বিটিএসের আগের গানগুলো থেকে নেওয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে। তিনটি সিডি নিয়ে প্রকাশ পাচ্ছে ‘প্রুফ’ নামের এই অ্যালবামটি। এর প্রথম দুটি ডিস্ক স্ট্রিমিং এবং ডিজিটাল বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। আর তৃতীয় ডিস্কের অধিকাংশই পাওয়া যাবে শুধু সিডি আকারে।
বিটিএস ব্যান্ডটি ২০১৩ সালে আত্মপ্রকাশ করে। এই ব্যান্ডের সদস্য সংখ্যা সাতজন। তারা হলেন—আরএম, জিন, সুগা, জে-হোপ, ভি, জাংকুক ও জিমিন।
পি এস/এন আই