বাড়ি বদল করার প্ল্যান করছেন? ভাবছেন এত মালপত্র কীভাবে সামলাবেন? নো চিন্তা। এই ৫ উপায়েই কমবে ঝক্কি।
১) প্রথমেই হাতে সময় রাখুন। পুরনো বাড়ি ছাড়ার অন্তত এক মাস আগে থেকে অল্প অল্প করে মালপত্র গোছাতে শুরু করুন। আর এ ব্যাপারে প্রথমেই গুছিয়ে নিন কম দরকারি জিনিসপত্র। যেমন: ফুলদানি, বই, ওয়ালম্যাট, ল্যাম্পশেড ইত্যাদিগুলোকে সবার আগে গোছাতে শুরু করুন।
২) বেশ কয়েকটি পিচবোর্ডের বাক্স রেডি রাখুন। এক্ষেত্রে নানা মাপের বাক্স রাখলে তাহলে সুবিধা হবে। বাক্সর মধ্যেই বেছে বেছে মালপত্র রেখে দিন। এক্ষেত্রে ভঙ্গুর জিনিসগুলো একেবারেই আলাদা করুন। বাক্সের মধ্যে লিখেও রাখুন। বইয়ের ক্ষেত্রেও আলাদা বাক্স ব্যবহার করুন।
৩) পুরনো বাড়ি ছাড়া একদিন আগে ইলেকট্রিকের লোক দেখে, ফ্রিজ, এসি ও অন্যান্য ইলেকট্রিকাল জিনিস খুলে নিন। আর সেদিনই ভাল করে প্যাক করে নিন। এক্ষেত্রে পেশাগত লোকজনকেও নিয়োগ করতে পারেন।
৪) খুব দরকারি জিনিসের জন্য আলাদা ব্যাগ করুন। যা কিনা নতুন বাড়িতে পৌঁছেই দরকার হতে পারে।
৫) আসবাসপত্র গোছানোর সময় অবশ্যই মাথায় রাখুন যেন ক্ষতি না হয়। এক্ষেত্রে গাড়িতে মালপত্র তোলার সময় নজরে রাখুন। প্রয়োজনে নরম কাপড় দিয়ে আসবাব কিছুটা মুড়ে নিতে পারেন। আয়নার ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলুন।
পিএসএন/এমঅাই