দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ১০৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। জাকের আলি অনিকের ইনজুরির কারণে সেই টেস্ট শুরুর আগেরদিন বিকেলে তিনি স্কোয়াডে যুক্ত হন। এর পরদিন জহুর আহমেদ স্টেডিয়ামে অভিষেক হয় এই উইকেটরক্ষক ব্যাটারের। যদিও অভিষেক সেভাবে রাঙাতে পারেননি।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও স্কোয়াডে রয়েছেন অঙ্কন। গতকাল প্রস্তুতি ম্যাচেও রানের দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ (মঙ্গলবার) ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ দলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে বিসিবি। যেখানে আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে অঙ্কনের সাক্ষাৎকার নিতে দেখা যায়।
সেখানে জাতীয় দলের জার্সিতে খেলা প্রসঙ্গে অঙ্কন বলছিলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলাটা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিলো (জাতীয় দলে খেলার)…বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি বেশি খুশি কারণ আমার আব্বু-আম্মুর শখ ছিলো ছোটবেলা থেকে যে আমাকে দেখবে টেস্ট খেলতে। সেটা হতে পারায় খুশি আলহামদুলিল্লাহ।’
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে সফরকারীরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।