বন্যেরা বনে সুন্দর
আসাদুজ্জামান মিলন, শরণখোলা থেকে
বাঘের তাড়া খেয়ে শরণখোলার লোকালয় ঢুকে পড়া মায়াবী দু’টি চিত্রল হরিণ সুন্দরবনে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার ( ৬ এপ্রিল) গ্রামবাসীর ধাওয়ার মুখে পূর্ণবয়স্ক একটি হরিণ নিজে নিজে খাল সাতরে বনে ফিরে যায়। খবর পেয়ে বনরক্ষীরা এসে অন্য বাচ্চা হরিনটি উদ্ধার করে বনে অবমুক্ত করে দেয়। মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় সুন্দরবন থেকে হরিণ দু’টি পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারনা করা হচ্ছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশনের বন থেকে দু’টি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। বুধবার সকালে গ্রামবাসী গ্রামের ফসলের মাঠে গরুর পালের সাথে দু’টি হরিণ কে ঘাস খেতে দেখে। এ সময় গ্রামবাসী হরিণ দু’টিকে তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাতরে সুন্দরবনের মধ্যে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ীর পিছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয় । খবর পেয়ে কমিউনিটি প্যাট্রলিং গ্রæপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের সাথে নিয়ে ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাতরে হরিণ দু’টি পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়েছিল। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে। উদ্ধার করা অন্য হরিণটি বুধবার দুপুরে ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।