প্রায় সাড়ে ৫শ বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘চৈত্র সংক্রান্তি মেলা’ রবিবার বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.)-এর মাজারে শুরু হবে।
মেলার আয়োজন উপলক্ষে সংশ্লিষ্টরা ইতোমধ্যেই নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো পুরুষ ও মহিলা মেলার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে ভিড় করছেন।
এটি জানা গেছে যে, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে খান জাহান আলী (র.)-এর মাজারে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা রোববার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
তবে স্থানীয়রা জানান, মেলা তিন দিনব্যাপী হলেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ সাধারণত মেলার স্থান ছাড়তে কমপক্ষে সাত দিন সময় নেন।
এদিকে, মেলা প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি চলছে। দরগাহর সামনে প্রায় একশ’টি দোকান বসানো হবে।
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, নড়াইল, রাজশাহী, পাবনা এবং ঢাকা থেকে ব্যবসায়ীরা তাদের স্টল নিয়ে আসবেন, যেখানে বাড়ির সাজসজ্জার সামগ্রী, আধুনিক ডিজাইনের আসবাবপত্র, সাজ-সজ্জা সামগ্রী, খেলনা, খেজুর পাতা পাখা, মাটির বাসন, পুতুল ইত্যাদি বিক্রি করা হবে।
মেলায় ফ্যাশন জুয়েলারি, বিভিন্ন পোশাক, মিষ্টান্ন এবং খাবারের স্টলও থাকবে।
এছাড়া, মেলায় দর্শনার্থীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে রয়েছে দর্গাহর পুকুরে পবিত্র স্নান, কুমির প্রদর্শনী, নাগরদোলাসহ শিশুদের জন্য ঘোড়া এবং খেলনা ট্রেনের ব্যবস্থা।
সর্বোপরি, আয়োজকরা মেলাটি দর্শনার্থীদের জন্য আরও আনন্দদায়ক ও উপভোগ্য করতে ব্যস্ত রয়েছেন।