বাগেরহাটে নাশকতার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের পাঁচ সদস্য ও পুলিশকে সহায়তাকারী একজন আহত হয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বেশ কয়েকজন নাশকতার পরিকল্পনার করছে বলে সংবাদ আসে। চুলকাটি তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হামলা চালায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশ আরিফ শেখ ও তার বাবা ওমর ফারুকসহ পাঁচজনকে আটক করে।
বাগেরহাট সদর মডেল থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।