দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত শ্রীলীলা। মেধা ও পরিশ্রম দিয়ে কয়েক বছর ধরে তামিল, তেলেগু আর মালায়াম চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন। জয় করেছেন দর্শকের মন। এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, আল্লু অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন।
নিজের যোগ্যতার প্রমাণ দিতে খুব বেশি সময় নেননি শ্রীলীলা। চলতি বছরে তাঁর অন্যতম সিনেমা ‘গুন্টুর কারাম’। এই সিনেমায় মহেশ বাবুর সঙ্গে ‘কুর্চি মাদাথাপেট্টি’ গানটি এখন দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় গান। খুব শিগগিরই এই অভিনেত্রীকে দেখা যাবে ‘উস্তাদ ভগৎ সিং’ সিনেমায়। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় তাঁর বিপরীতে আছেন পবন কল্যাণ। তবে এসব ছাপিয়ে নতুন খবর হলো শ্রীলীলার বলিউড অভিষেক। দীর্ঘদিন ধরে বলি পাড়ায় গুঞ্জন ছিল তিনি শিগগিরই হিন্দি সিনেমায় অভিনয় করছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যে এ অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে। তিনি কয়েকটিতে স্বাক্ষরও করেছেন। শ্রীলীলার বেশ কয়েকজন কাছের সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেছেন শ্রীলীলা হিন্দি সিনেমার জন্য মুখিয়ে আছেন। তিনি এখন ১৯৯০ ও ২০০০ সময়ের ক্ল্যাসিক সিনেমাগুলো বেশি বেশি দেখছেন।
সূত্রটি আরও জানায়, শ্রীলীলা খুব ভালো একজন নৃত্যশিল্পী, যা তাঁর বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভক্তরা খুব শিগগিরই অভিনেত্রীর কাছ থেকে শুনতে পাবেন, একজন বড় পরিচালকের সঙ্গে বলিউডে তাঁর অভিষেক হচ্ছে।
২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’-এ অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে ‘পেল্লু সান্দাদ’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী’, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ইত্যাদি।