‘বরবাদ’ -এর টিজার দেখেই অনেকে ধারণা করেছিলেন দেশে এর আগে এরকম সিনেমা হয়নি। প্রকাশিত গানেও মুগ্ধতা ছড়ায়। ফলে সিনেমাপ্রেমীরা আগ্রহী হয়ে ওঠেন ছবিটি নিয়ে। শাকিবিয়ানরা তো ঈদ উৎসব ‘বরবাদ’ দিয়ে রাঙাবেন বলে মনস্থির করেন।
এদিকে আজ সোমবার ‘বরবাদ’ জমা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর জন্য। তবে প্রদর্শনী শেষে আপত্তি জানিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন।
তিনি বলেন, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’
বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘আজ ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে আগামীকাল (মঙ্গলবার) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।’
কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ‘বরবাদে’র পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি তার। খুদে বার্তা পাঠালেও দেননি উত্তর।
‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।