অনিচ্ছাকৃত অবহেলা রোধ করতে বদলে ফেলা হচ্ছে কালেমাখচিত সৌদি আরবের পতাকা। নতুন পতাকাতে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।
গত সোমবার সৌদির মজলিসে শূরা পতাকার প্রায় ৫০ বছরের পুরনো রাজকীয় ডিক্রির একটি খসড়া সংশোধনী অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে, কালেমাখচিত পতাকার অনিচ্ছাকৃত অবহেলা রোধ করতেই এ সম্পর্কিত আইনগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিতে আনা হচ্ছে এই পরিবর্তন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, শূরার নিরাপত্তা ও সামরিকবিষয়ক কমিটির সম্মতির পর জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
এদিকে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যেকোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহর অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে পতাকা ও সংগীত পরিবর্তন করা হচ্ছে।
১৯৭৩ সাল থেকে সবুজ সৌদি পতাকায় সাদা হরফের ক্যালিগ্রাফিতে কালেমা লেখা হয়। কালেমার নিচে থাকে একটি তরবারি।
পিএসএন/এমআই