সুদীপ্ত বিশ্বাস শুভ
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে দ্বিতীয় দিনে গতকাল ১৪ অক্টোবর সোমবার বেলা ২ টা কাজিবাছা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করেছে । উল্লেখ্য মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর ২২ দিন পর্যন্ত উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । অভিযান পরিচালনা করাকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তারা । এছাড়া গত ১৩ অক্টোবর পরশু রবিবার প্রথম দিনে বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে ও মাছ বাজারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় এক হাজার মিটার অবৈধ জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করে । পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় । ইলিশ বিক্রির অপরাধে একজনের কাছ থেকে ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ আসাদুর রহমান, প্রসিকিউশন করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউর রহমান জিকু, সহকারী মৎস্য অফিসার মোঃ আমির আলী, মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায় সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।