হিন্দি শোবিজ অঙ্গনে একের পর এক দুঃসংবাদ! কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলি অভিনেতা আমন জয়সওয়াল। এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই ইন্ডাস্ট্রিজের তারকা যোগেশ মহাজন। ৪৯ বছরে প্রয়াত এই অভিনেতা হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন।
যোগেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, রোববার ‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকের সেটে অনুপস্থিত ছিলেন অভিনেতা। এতে তার সহকর্মী ও সেটের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তারা তড়িঘড়ি পৌঁছে যান অভিনেতার ফ্ল্যাটে।
এরপর তারা দরজার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন। কলিং বেল টিপলেও কেউ খোলে না। এরপরেই তারা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন; সেখানেই অচেতন অবস্থায় অভিনেতাকে উদ্ধার করেন তার সহকর্মীরা।
তখনই অভিনেতা যোগেশকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসক জানিয়েছে, অভিনেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অর্থাৎ অভিনেতা যখন মারা যান তখন তার আশেপাশে কেউ ছিলেন না।
যোগেশকে ‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকে দেখা গেছে গুরু শঙ্করাচার্যের চরিত্রে। এছাড়াও তিনি আরও টিভি সিরিয়ালে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ‘আদালত’, ‘জয় শ্রী কৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেব কা দেব মহাদেব’।