রায়হান রাফীর নির্দেশনায় তমা মির্জা ক্যামেরার সামনে দাঁড়ালে সফলতা যেন হেসে খেলে আসে। একাধিকবার প্রমাণিত হয়েছে। ওটিটি মাধ্যমের পাশাপাশি সিনেমা হলেও জ্বলে উঠেছেন তারা। নতুন খবর, ফের এক হয়েছেন তারা। রাফীর একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তমা।
সূত্র জানিয়েছে, ‘যাহা বলিব মিথ্যা বলিব’ নামের একটি ওয়েব সিরিজে রিফাইড় নির্দেশনায় অভিনয় করেছেন তমা। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প।
তবে এ বিষয়ে মুখ খুললেন না তমা। ঢাকা মেইলকে বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কেনয়ান আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আসুক, তারপর বলব।’ রাফীর সংফে যোগাযোগের চেষ্টা করলে সাড়া দেননি তিনি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। এতে অভিনয় করেছেন পূজা চেরী। রাফী-পূজার প্রথম ওয়েব সিরিজ এটি। এতে আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।