ভারতের হায়দরাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পরিবার ও ভক্তরা। তবে এবার আরও জল ঘোলার ইঙ্গিত। নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর প্রতিবেদন বলছে, পদদলিত মামলায় জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে পুলিশ।
তেলেঙ্গানার পুলিশ কর্মকর্তারা ‘পুষ্পা’ অভিনেতার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সম্ভবত সন্ধ্যা থিয়েটার মামলায় আল্লু অর্জুনকে দেওয়া অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে রেবতী নামে এক ভক্ত মারা গেছেন।
তাহলে কি ফের গ্রেপ্তার হতে যাচ্ছেন আল্লু অর্জুন? যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। অবশ্য সেদিনই আদালত তাঁকে অন্তর্বতী জামিন দিয়েছেন। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল।
পরদিন জামিনে ছাড়া পেয়ে আল্লু বলেছেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এ ক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’ সূত্র: টাইমস নাও।