জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং ২জন কারবারিকে গ্রেফতার করে।
সূত্র জানান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেল ৫টায় ফুলতলা থানাধীন ধোপাখোলা গ্রামস্থ ভূলাপাতা সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে পুকুর পাড় থেকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার মোঃ আসাদ শেখ ও মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এদের কাছে ২১০টি ইয়াবা ট্যালেট উদ্ধার করেন। যার মূল্য ৬৩ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।