ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি। কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন তিনি।
ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাংলাদেশ ফুটবলের ভক্তরা নাখোস হয়েছেন। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে ১৮ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ তাদের।
ফরোয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানিয়েছেন ভক্তরা। বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত।
দেশের ফুটবল সমর্থক গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ এবং সাধারণ ভক্তদের পক্ষ থেকে ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ভক্তরা সামাজিক মাধ্যমে ‘স্ট্যান্ড উইথ ফাহমিদুল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছেন।
ফাহমিদুলকে প্রাথমিক দলে ডেকে বাদ দেওয়ার বিষয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, ফাহমিদুল মেধাবি ফুটবলার। তার গতি আছে। তবে বয়স কম। এখনো জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন।