পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজ দল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন রিশাদ হোসেন। দলের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৩ উইকেট নেন তিনি। পরের ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
পিএসএলে তার ওই ছয় উইকেট এখন পর্যন্ত আসরের সর্বাধিক। যে কারণে পিএসএলের সম্মানসূচক ফজল মাহমুদ ক্যাপ পেয়েছেন তিনি। এছাড়া করাচির বিপক্ষে দারুণ বোলিং করায় সুপার পাওয়ার অব দ্য ডে পুরস্কার জিতেছেন।
যা মূলত ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে রিশাদ হোসেন ৩ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার হিসেবে পেয়েছেন। বাংলাদেশের হিসাবে যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
পিএসএল পয়েন্ট টেবিলে রিশাদ হোসেনদের দল লাহোর দুইয়ে আছে। তিন ম্যাচে দুই জয় পেয়েছে তারা। দুই ম্যাচের দুটিতেই জিতে ইসলামাবাদ আছে শীর্ষে।
এবারের পিএসএলে বাংলাদেশের তিন ক্রিকেটার দল পেয়েছিলেন। তারা হলেন- রিশাদ হোসেন, লিটন দাস ও নাহিদ রানা। এর মধ্যে লিটন দাস আঙুলের ইনজুরি নিয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছেন। নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে পিএসএলে যোগ দেবেন। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।