সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রেম। টানা দুই বছরের প্রেমের পর ছয় হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেকে যুবক প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসেছেন। বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে বৃষ্টি আক্তারকে।
অ্যান্দ্রো প্রকিপ নাম বদলে এখন মোহাম্মদ। নামে পরিবর্তন এনেছেন বৃষ্টি আক্তারও। স্বামীর সঙ্গে মিলিয়ে বৃষ্টি এখন বৃষ্টি প্রকিপ।
আজ সোমবার সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে বৃষ্টি ও প্রকিপের কথা হয় সাংবাদিকদের সঙ্গে। কথা বলেন তাদের পরিচয়, প্রেম ও বিয়ে নিয়ে। তারা জানান, বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পেরে নবদম্পতি খুবই খুশি। সুখে হতে সবার দোয়া চান তারা।
বৃষ্টি কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে। তিনি এসএসসি পাস। নববধূ বৃষ্টি বলেন, বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রপিককে। সেই থেকে প্রেমের শুরু। ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।
তিনি আরও জানান, প্রকিপকে পেয়ে খুব খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে যেতে সব কিছু গুছিয়ে নিচ্ছি।
প্রকিপ বলেন, বৃষ্টিকে বিয়ে করতে পেরে খুব খুশি। বাংলাদেশও বেশ ভালো লেগেছে।
স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, তাদের প্রেমকাহিনী এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এ দম্পতিকে দেখতে দূর-দুরন্ত থেককে অনেকেই ছুটে আসছেন। তাদের দেখে সবাই খুশি।