করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়ক দেব। তার প্রেমিকা রুক্মিণী মৈত্রও একই সঙ্গে কোভিড পজিটিভ হয়েছেন।
বুধবার সকালেই করোনা পরীক্ষা করানোর খবর জানিয়ে দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, রাতে রিপোর্ট পাবেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে তার।
করোনা পরীক্ষার ফল জানিয়ে টুইটারে দেব লিখেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনো উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’
অন্যদিকে রুক্মিণী মৈত্র লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই আমার করোনা পজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠব।
পিএস/এনআই