অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের টেস্টে ব্যবহৃত ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন’ টুপি নিলামে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সিডনিতে অনুষ্ঠিত এই নিলামে ক্রিকেট ইতিহাসের বিরল এই নিদর্শনটি সংগ্রহ করতে প্রতিযোগিতা করেন সংগ্রাহকেরা।
প্রায় ৮০ বছরের পুরোনো এই টুপি রোদে বিবর্ণ হয়ে গেছে, পোকার আক্রমণের চিহ্ন রয়েছে এবং এর একটি অংশ ছেঁড়া। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান বনহ্যামস জানিয়েছে, এটি ব্র্যাডম্যানের ১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় পরা টুপি, যা তার শেষ টেস্ট সিরিজে ব্যবহৃত হয়েছিল। অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়দের ‘ব্যাগি গ্রিন’ টুপি তাদের অভিষেকের সময় দেওয়া হয়, যা খেলোয়াড় এবং ভক্তদের কাছে অত্যন্ত মর্যাদার প্রতীক।
নিলামটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়। ১ লাখ ৬০ হাজার ডলার থেকে শুরু হওয়া দাম ক্রেতাদের প্রতিযোগিতার মাধ্যমে ২ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছে। ক্রেতার ফি যুক্ত করে চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৩ লাখ ১০ হাজার ডলারে।
বনহ্যামস জানিয়েছে, এটি ওই সিরিজে ব্র্যাডম্যানের ব্যবহৃত একমাত্র পরিচিত টুপি, যেখানে তিনি ছয় ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেছিলেন। এর মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি।
এর আগে, ব্র্যাডম্যানের ১৯২৮ সালের টেস্ট অভিষেকের সময় ব্যবহৃত আরেকটি ‘ব্যাগি গ্রিন’ টুপি ২০২০ সালে ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তবে, শেন ওয়ার্নের ‘ব্যাগি গ্রিন’ ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা এখনও সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া টুপি।
ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ব্র্যাডম্যান ৯৯.৯৪ গড় নিয়ে তার ক্যারিয়ার শেষ করেন। তিনি ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান।