প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বিষয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্লাস্টারভিত্তিক (কয়েকটি স্কুল মিলে) শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি। আর চারুকলা শিক্ষক নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন : আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
গণসাক্ষরতা অভিযান ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে; এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও উপবৃত্তি একটি উৎসাহ; কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। সেদিকে নজর দিতে হবে।
মিড ডে মিল চালুর বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি এখন বিছিন্নভাবে রয়েছে। আপাতত ১৫০ উপজেলায় এটা চালু হচ্ছে। আরও উপজেলায় চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে।
শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বিধান বলেন, আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ১০ গ্রেড চালু করতে পারছি না। আমি বলেছি- এটি যৌক্তিক; তবে বাস্তবসম্মত নয়। সেজন্য এখন সবাই আমার পেছনে লেগেছেন।
চলতি মাসেই ১০টি দৃষ্টিনন্দন বিদ্যালয় উদ্বোধন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এ স্কুলগুলো আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। এছাড়াও আমরা বিদ্যালয়গুলো সাজানোর কাজও আমরা করছি। এগুলো শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কাজ করবে।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থার উপ-পরিচালক তপন কুমার দাশ, কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ, টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক নাজমুল হক, ব্র্যাক শিক্ষা ইন্সটিটিউটের সিনিয়র অ্যাডভাইজার মুহাম্মদ মুসা, এডুকেশন ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী।