গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। কিন্তু এদিন জম্মু জেলা আদালতের বিচারপতি সিনেমাটির প্রদর্শনী স্থগিত করেন।
শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নাকে সিনেমাতে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী শালিনী খান্না। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। তবে সব বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। শুধু তাই নয়, বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
গত ১২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল, অভিনেতা পল্লব যোশীসহ একটি দল। সেখানে সিনেমাটির প্রভূত প্রশংসা করেন মোদি এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্টরা। এরই মাঝে তিন বিজেপি শাসিত রাজ্য, গুজরাট, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে এই সিনেমার টিকিট করমুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ ঘোষণা দিয়েছেন।
এখনো সিনেমাটি দেখেননি বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তবে এক টুইটে প্রশংসা করে এ অভিনেতা লিখেন, ‘শুনেছি, সিনেমাটিতে অনুপম খের আপনার পারফরম্যান্স অবিশ্বাস্য। সিনেমাটি দেখে বিস্ময় নিয়ে হল থেকে ফিরছেন দর্শকরা। খুব শিগগির সিনেমাটি দেখবো।’
অন্যদিকে সিনেমাটি নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বলিউডকে আক্রমণ করে বসেছেন তিনি। তার মতে, বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্য দেখে নীরব হয়ে গিয়েছেন বলিউডের তারকারা। ‘কুইন’ এক টুইটে লিখেছেন, ‘কেবল মাত্র বেশি অর্থ খরচ করে সিনেমা বানালেই যে দর্শক প্রেক্ষাগৃহ ভরে তুলবেন, তা নয় তার প্রমাণ এই সিনেমা। সন্ধ্যা ৬টার সময়েও এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহ ভর্তি করে লোক এসেছেন। অবিশ্বাস্য!’
১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি প্রমুখ।
পিএসএন/এমঅাই