বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এবার গান নয়, প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করলেন নিজের নীরবতা। একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে তিনি ভারতের চণ্ডীগড়ে তার নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন।
ঘটনার সূত্রপাত হয় একটি স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে, যেখানে কনসার্টের জন্য আগে অনুমতি দেওয়া হলেও পরে নানা অজুহাতে সেটি স্থগিত করে প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেন অরিজিৎ এবং শেষমেশ ভক্তদের হতাশ করেই পুরো আয়োজন বাতিল করে দেন।
এক ফেসবুক পোস্টে অরিজিৎ লেখেন— “শিল্পী হিসেবে মঞ্চে উঠে গাইতে চাই, কিন্তু অন্যায় মেনে নিয়ে নয়। শ্রোতারা শুধু আমার গান নয়, আমার মূল্যবোধকেও শ্রদ্ধা করে।”
ভক্তদের অনেকে তার এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, অরিজিৎ শুধু গায়ক নন, একজন সচেতন মানুষ হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।