অস্কারের ৯৫তম আসরের ১০টি বিভাগের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। যার মধ্যে ‘আন্তর্জাতিক ফিচার সিনেমা’ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে বিভিন্ন দেশের ১৫টি সিনেমা। তবে, এ তালিকায় জায়গা হয়নি বাংলাদেশি সিনেমা ‘হাওয়া’র।
অস্কারের ৯৫তম আসরে বাংলাদেশ থেকে পাঠানো হয় চলতি বছরের সবচেয়ে আলোচিত বাংলাদেশি সিনেমা ‘হাওয়া’। তবে এ তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। সুখবর পেয়েছে ভারতও। ২১ বছর পর ‘লাস্ট ফিল্ম শো’র সুবাদে তালিকায় জায়গা পেল দেশটি।
আর তথ্যচিত্র ফিচার বিভাগে জায়গা পেয়েছে ভারতের ‘অল দ্যাট ব্রিদস’ ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে আছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। এছাড়া সরাসরি অস্কারের মূল শাখায় এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে।
পিএসএন/এমঅাই