ইউক্রেইন নিয়ে ফ্রান্সের প্যারিসে শুরু হচ্ছে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক। নেতারা ইতোমধ্যেই সেখানে জড়ো হচ্ছেন। সম্মেলনে যোগ দিতে প্যারিসে যাচ্ছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড তুস্কও।
তিনি বলেছেন, ইউরোপকে প্রতিরক্ষায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সমকক্ষ হওয়া দরকার। আর সে কারণে তিনি প্যারিস সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা অবিলম্বে জোরদার করার আহ্বান জানাবেন।
প্যারিসে যাওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রতিরক্ষা জোরদারের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “রাশিয়ার সামরিক সক্ষমতা ও শক্তি মোকাবেলায় ইউরোপ সক্ষম নয়। এই সক্ষমতা ইউরোপের অর্জন করা প্রয়োজন।
“আমরা ইউক্রেইনকে কার্যকরভাবে সহায়তা করতে পারব না, যদি আমরা অবিলম্বে আমাদের নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ না নেই।”
এই মন্তব্যের পর অনলাইনে এক পোস্টে তুস্ক লেখেন, “ইউরোপ এখন নিজেদের প্রতিরক্ষার জন্য খরচ করতে না পারলে পরে ১০ গুণ খরচ করতে বাধ্য হবে, যদি তারা যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে না পারে।”
পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তার দেশ প্রতিরক্ষায় জিডিপি’র প্রায় ৫ শতাংশ খরচ করে এবং তারা তা করে যাবে।
পোল্যান্ড ২০২৫ সালে প্রতিরক্ষায় দেশের বার্ষিক জিডিপি’র ৪ দশমিক ৭ শতাংশ খরচের লক্ষ্য নিয়েছে, যা নেটোর বর্তমানে খরচ করা ন্যূনতম ২ শতাংশের চেয়ে অনেক বেশি।