আসাদুজ্জামান মিলন, শরণখোলা
সুন্দরবন পূর্ব বিভাগের বন রক্ষীরা হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ ৮ কেজি হরিণের মাংস ও একটি চামড়া আটক করেছে। ২৮ মার্চ সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা দুবলার চরের নীলবাড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে ট্রলার টি আটক করে । তবে শিকারী চক্রের কাউকে গ্রেফতার করা যায়নি। আটককৃত হরিণের মাংস কেরোসিন মাখিয়ে মাটি চাঁপা দেয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে ।
শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলেপল্লী দুবলার চর এলাকায় নিয়মিত টহলকালে নীলবাড়িয়া খালে একটি ট্রলারের গতিবিধি সন্দেহ জনক মনে হলে তারা ট্রলার টি থামাতে বলেন । এসময় ট্রলার টি দ্রæত বনে ভিড়িয়ে শিকারী চক্রের সদস্যরা লাফিয়ে পড়ে বনের মধ্যে পালিয়ে যায়। তারা ট্রলারটিকে জব্দ করে তল্লাশী চালিয়ে ৮ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করেন ।দুবলা টহল ফাড়ির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটককৃত ট্রলার , হরিণের মাংস ও চামড়া দুবলা অফিসে পাঠানো হয়েছে । হরিণের মাংসে কেরোসিন মাখিয়ে অফিস চত্বরে মাটি চাঁপা দেয়া হয়েছে । এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা করা হচ্ছে এবং শিকারী চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।