চট্টগ্রাম নগরের জেএম সেন হলে পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত গাওয়ার ঘটনায় দায়ের মামলার গ্রেপ্তার দুই শিল্পীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের। তিনিই ওই শিল্পীদের গান করার আমন্ত্রণ জানিয়েছিলেন।
শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত দুই আসামিকে কারাগারে পাঠানো আদেশ দেন। তারা হলেন শহীদুল করিম ও নুরুল ইসলাম। ১৪ অক্টোবর তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার মহানগরী পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন বাদী হয়ে সজল দত্তসহ সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মো. মামুন।
কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। দু’জনকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলের পূজামণ্ডপের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সজল দত্তের আহ্বানে ইসলামী ভাবধারার একটি সংগীত পরিবেশন করেন তারা। তবে হিন্দু সম্প্রদায়ের অনেকেই বিষয়টি সহজভাবে নেয়নি।