পিরিয়ড মেয়েদের শরীরের একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া। ইসলাম ধর্ম এই সময়ে মেয়েদেরকে নামাজ পড়া, রোজা রাখা থেকে বিরত থাকতে বলেছেন। তবে অনেকেই জানেন না এসময়ে কোরআন পড়া যাবে কিনা? বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ এ বিষয়ে ইসলামের বক্তব্য তুলে ধরেছেন।
পিরিয়ড চলাকালে কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন দেখে দেখে তেলাওয়াত করা যাবে না। শুধু দুই ব্যক্তির জন্য এক্ষেত্রে আলাদা নির্দেশনা আছে।এরমধ্যে যিনি কোরআন শিক্ষা দেন, তিনি মুখস্থভাবে কোরআনের শিক্ষা দিতে পারবেন। এটা শিক্ষক হিসেবে তাঁর দায়িত্বপালন।দ্বিতীয়ত, কেউ যদি হাফেজ হন, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তাঁরা মুখস্থ পড়তে পারেন। এটা হলো যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তখন। এটা তাঁর জন্য জায়েজ। এ দুজন ছাড়া বাকি কেউ পিরিয়ড চলাকালে কোরআন স্পর্শও করবে না, মুখস্থও পাঠ করবে না।
পিএসআই/এসআই