বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ছয়জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। তাদের নিয়ে পিএসসিতে এখন সদস্য সংখ্যা হলো ১৫ জন।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।
গত ৩১ অক্টোবর আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেয় সরকার। তারা হলেন- চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ।