কাতার বিশ্বকাপের পর থেকে ফ্রান্সের ফুটবল ভক্তদের শত্রু বনে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতারে লেস ব্লুজদের বিশ্বকাপের ফাইনালে হারানোর পর উপহাস করতে ছাড়েননি আর্জেন্টাইনরা। যাতে বড় ভূমিকা ছিল মার্টিনেজের।
কিলিয়ান এমবাপ্পেদের আদতে বানানো পুতুল কোলে নিয়ে উপহাস করাসহ টুকটাক বাজে মন্তব্যও সেসময় করেছিলেন মার্টিনেজ-ডি পলরা। যে ঘটনা লা প্যারিসিয়ানদের ভুলে যাওয়ার কথা নয়। ভুলতে চাইলেও ভুলতে দিলেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নামবে অ্যাস্টন ভিলা। ওই ম্যাচ খেলতে প্যারিসের বিমান ধরার সময় ছবি পোস্ট করেন মার্টিনেজ। তাতে দেখা যায় মাথায় যে ক্যাপটা তিনি পরেছেন, তা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর দলের পরা ক্যাপ। যার সামনে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ও ভেতরে তিন বিশ্বকাপের শিরোপার ছবি।
প্যারিসের বিমান ধরার আগে মার্টিনেজের মাথায় দেখা যায় বিশেষ ক্যাপ। ছবি: টুইটার
পিএসজি তথা ফ্রান্স ভক্তদের খোঁচা দিতে আর কী লাগে। এই খোঁচা দিয়ে অবশ্য ভয়েই থাকতে হতে পারে এমি মার্টিনেজের। কারণ প্যারিসের ভক্তদের মাঠে দুয়ো দেওয়া ও বোতল, খাবার ছুড়ে মারার বাজে অভ্যাস আছে। এছাড়া লুইস এনরিকের পিএসজি যে ফর্মে আছে মার্টিনেজকে বড় পরীক্ষা নিতে প্রস্তুত উসমান ডেম্বেলে, বারকোলারা।