জাতীয় দলের ব্যাটার লিটন দাস, তরুণ পেসার নাহিদ রানা ও লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
এর মধ্যে টি-২০ এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন পেসার নাহিদ রানা।
এছাড়া লেগ স্পিনার রিশাদ ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ছাড়পত্র চাইবেন বলে জানিয়েছে বিসিবি। তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিসিবি ভাববে বলেও জানানো হয়েছে।
বিসিবির কর্মকর্তা বলেন, ‘আজ নাহিদ রানা ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছে। কাল লিটন ও রিশাদ ছাড়পত্র চেয়ে চিঠি দিতে পারে। বিসিবির ক্রিকেট অপারেশন্স তাদের তাদের বিষয়টি ভেবে দেখবে।’
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দলের সদস্য হওয়ায় লিটন ও নাহিদকে পাকিস্তানের লিগে খেলার অনুমতি নাও দিতে পারে বিসিবি। তবে রিশাদ পেতে পারেন ছাড়পত্র।