পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা-তাফতান মহাসড়কে সশস্ত্র বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের বহরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সেনাসদস্য ও দু’জন বেসামরিক নাগরিক।
নিরাপত্তা সূত্র জানায়, রোববার নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাবহরে আঘাত করে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে আত্মঘাতীসহ চার সন্ত্রাসীকে হত্যা করে।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং গোটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স।