পাইকগাছায় শীতের শেষে বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টি রবি ফসলের জন্য আশির্বাদ হিসেবে দেখছেন কৃষকরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হালকা বাতাসের সাথে মাঝারি ধরণের বৃষ্টি হয়। বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টি রবি মৌসুমের কৃষকদের মধ্যে স্বস্তি নিয়ে আসে। উল্লেখ্য, রবি মৌসুমে উপজেলার দেলুটি এবং গড়ইখালীতে বিপুল পরিমাণ তরমুজ সহ রবি ফসলের আবাদ হয়ে থাকে। তরমুজের চারা অবস্থায় হালকা বৃষ্টি হলে তা ফসলের জন্য অনেক ভালো এবং উৎপাদন অনেক বেড়ে যায়। এজন্য শীতের শেষে মাঝারী ধরণের এ বৃষ্টিকে আশির্বাদ হিসেবে দেখছেন রবি চাষীরা। চাষীদের পাশাপাশি মৌসুমের প্রথম বৃষ্টিকে বৃষ্টি বিলাস হিসেবে উপভোগ করেছেন এলাকার তরুণ—তরুণীরা। পাইকগাছা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পম্পা চক্রবর্তী ও ত্রিপর্ণা মন্ডল বলেন, দুপুরের দিকে আমরা কলেজে অবস্থান করছিলাম। হঠাৎ বৃষ্টির সাথে বাতাস শুরু হয়। এ সময় আমরা কলেজ মাঠে বৃষ্টির সাথে সাথে বাতাসে গাছ থেকে ঝরা পাতা পড়া উপভোগ করছিলাম। মৌসুমের প্রথম বৃষ্টি বৃষ্টি বিলাস হিসেবে আমরা উপভোগ করেছি। অপর দিকে বৃষ্টি সাথে বাতাস হওয়ায় প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎ বিহিন ছিল এলাকা। এতে ব্যবসায়ী সহ অনেকেই দুর্ভোগে পড়েন। ব্যবসায়ী মাসুম বিল্লাহ বলেন, বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া বৃষ্টিতে সড়কের গর্ত এবং নিচু জায়গায় পানি জমে যাওয়ায় যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হয়। সবমিলিয়েই মৌসুমের প্রথম বৃষ্টিকে আশির্বাদ এবং বৃষ্টি বিলাস হিসেবে উপভোগ করেছেন সাধারণ মানুষ।
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment