পহেলা বৈশাখ, বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। সোমবার (আজ) খুলনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শহিদ হাদিস পার্কে। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শহিদ হাদিস পার্কে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুলনাবাসী আজ ঐতিহ্য ধরে রেখে এক আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করেছে, যা প্রশংসার যোগ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত, দেবপ্রসাদ পাল, আবু সায়েদ মোঃ মনজুর আলম এবং পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। কারাবন্দিদের হাতে তৈরি দ্রব্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়।
এছাড়া শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। খুলনার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করে। জেলার বিভিন্ন উপজেলাতেও একই ধরণের কর্মসূচি পালন করা হয়।