বাগেটহাটের মোংলা পশুর নদে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী ১ নামক লাইটার উদ্ধারে কার্যক্রম শুরু করেছে মালিক পক্ষ। শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
ডুবে যাওয়া নৌযানের মালিক বশির আহম্মেদ বলেন, নৌযান ডুবির মাত্র ১৬ ঘণ্টার পর আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। প্রথমে নৌযানে থাকা কয়লা অপসারণ করতে হবে। এরপর লাইটার উত্তোলন করা হবে। তাই কয়লা অপসারণের জন্য ফারহা নামক একটি ট্রাকবোড ও অপসারণ করা কয়লা রাখার জন্য মা বুশরা নামক অন্য একটি নৌযান ঘটনাস্থনে আনা হয়েছে।
তিন্নি আরও বলেন, প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারণ কাজ। নৌযান মালিক পক্ষের দাবি ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামক জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় গতকাল ১৭ নভেম্বর দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলাপেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযান। ওই লাইটার ডুবির ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ স্বাভাবিক রয়েছে।