আন্তর্জাতিক নারী দিবসে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে একজন ‘শক্তিশালী’ নারী আখ্যা দিয়ে শুভেচ্ছায় ভাসালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।
মঙ্গলবার দুপুরে ফেসবুকে পরীমনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রাজ।
প্রেমময় সেই ছবির ক্যাপশনে রাজ লেখেন, ‘তুমি সাহসিকতা এবং সহনশীলতার সঙ্গে কষ্টের মুখোমুখি হয়েছিলে, যা হাসি দিয়ে মোকাবিলা করেছ। তোমার দুশ্চিন্তা তুমি হৃদয়ে লুকিয়ে রেখেছ। তুমি সত্যিই একজন শক্তিশালী নারী। যদি নারী না থাকত তবে জীবন এত সুন্দর এবং আশীর্বাদপূর্ণ হত না। যে নারী আমার জীবনকে এত সুন্দর করে তুলেছে এমন একজন নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।’
আগামী ১১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে এই তারকা দম্পতির সিনেমা গুণিন । এই সিনেমার শুটিং করতে গিয়েই তাদের পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।
নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ নারী দিবস পালন করে আসছে।
১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। এবছর জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’
এই মূল প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’
পিএসএন/এমঅাই